চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারের মৃত্যুবার্ষিকী স্মরণে ‘ইঞ্জিনিয়ার আবদুল খালেক বাংলাদেশে সংবাদপত্রের অন্যতম পথিকৃৎ’ শীর্ষক সভা গত ১ অক্টোবর ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন লন্ডন প্রবাসী সুগতা বড়ুয়া, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, মো. কামাল উদ্দীন, পশ্চিমবঙ্গের বাচিকশিল্পী তপতী ভুঁইয়া, নেছার আহমদ খান, বাবুল কান্তি দাশ, আসিফ ইকবাল, সুমন চৌধুরী প্রমুখ। এতে বক্তারা বলেন,সংবাদপত্র জগতের পথিকৃৎ ইঞ্জিনিয়ার আবদুল খালেক। সৃজনে মননে প্রাগ্রসর পুরুষ। তিনি সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করতে সচেষ্ট ছিলেন আমৃত্যু। শিল্প সাহিত্য সংস্কৃতির বিকাশে এই মণীষীর কর্মপ্রচেষ্টা দৃষ্টান্ত হয়ে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ : দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক আবদুল খালেক ইঞ্জিনিয়ারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে গত ২৭ সেপ্টেম্বর সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল যুগ্ম আহবায়ক রুহি মোস্তফার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ লিপটনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ বাবর। সভায় বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার আবদুল খালেকের বহুমাত্রিক গুণাবলী, সততা, মানবিকতা ও অনন্য অসাধারণ জীবনাদর্শের কারণে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি ছিলেন বৃহত্তর চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ। সভায় বক্তব্য রাখেন মোস্তারী মোর্শেদ স্মৃতি, মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, মঈনুদ্দিন আহমেদ, পূর্ণিমা দাশ, সরোয়ার আমিন বাবু, মোর্শেদ পারভীন, ইসমত আরা বেগম, প্রনব রনজন চক্রবর্তী, অরুণ দাশ, ইটু সেন, রুমি, মমতাজ বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।