আবদুল খালেক ইঞ্জিনিয়ার দৈনিক আজাদী এবং গণতন্ত্র শীর্ষক সেমিনার আজ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২০ at ৬:৪৯ পূর্বাহ্ণ

আলহাজ্ব আবদুল খালেক ইঞ্জিনিয়ারের ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি আজ সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনাায়তনে এক সেমিনারের আয়োজন করেছে। ‘মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার, দৈনিক আজাদী এবং গণতন্ত্র’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেমিনার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী। সেমিনারে বিশেষ অতিথি থাকবেন সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত ও লায়ন আলহাজ্ব এম এ সামাদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির সভাপতি এস এম জামাল উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধসৌদির টিকেট পেয়ে স্বস্তি বিমানও ফ্লাইট বাড়িয়েছে
পরবর্তী নিবন্ধসৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট থাকলে পুনরায় ইস্যু