আবদুল্লাহ আল হারুন চৌধুরী একজন দেশ দরদী রাজনীতিবিদ, দেশ ও জাতির জন্য তিনি আজীবন কাজ করেছেন। তিনি একজন পরিচ্ছন্ন, ত্যাগী রাজনীতিবিদ। রাজনীতিতে সাধারণ নেতা-কর্মীদের সাথে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। আবদুল্লাহ আল হারুন চৌধুরী একজন নিবেদিত প্রাণ, প্রজ্ঞাবান রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশ ও আওয়ামী লীগে আবদুল্লাহ আল হারুন চৌধুরীর ভূমিকা অপরীসীম। আবদুল্লাহ আল হারুন চৌধুরী ছিলেন একজন প্রকৃত শিক্ষিত বিদগ্ধ রাজনীতিবিদ। গতকাল রবিবার চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে সাবেক গণপরিষদ সদস্য, ভাষা সৈনিক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রাক্তন নেতা আবদুল্লাহ আল হারুন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় বক্তারা একথা বলেন।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্িটদন ও নজরুল ইসলাম চৌধুরী এমপি।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সাবেক এম পি সাবিহা মুছা, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম চৌধুরী, উত্তর জেলার সহ সভাপতি মো. আবুল কালাম আজাদ, আবুল কাশেম চিশতি, শফর আলী, নোমান আল মাহমুদ, দেবাশীষ পালিত, এড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, মোছলেহ উদ্দিন মনসুর, এড. মির্জা কছির উদ্দিন, খোরশেদ আলম, আবু জাফর, ডা. তিমির বরণ চৌধুরী, আলাউদ্দিন সাবেরী, নাজিম উদ্দিন তালুকদার, আ স ম ইয়াছিন মাহমুদ, মহিউদ্দিন মঞ্জু, নাছির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, মাহবুবুর রহমান শিবলী, এ কে আজাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মরহুমের সন্তান শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. জোবায়ের, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী কল্পনা লালা, রেহেনা ফেরদৌস চৌধুরী, জান্নাত আরা মঞ্জু, কাজী শারমিন সুমী, এড. পাপড়ী সুলতানা, খালেদা আক্তার চৌধুরী, জীবন আরা বেগম, তাহমিনা আকতার চৌধুরী, এড: চুমকী চৌধুরী হানিফ, শামী আরা বেগম, জান্নাতুল ফেরদৌস, কৃষ্ণারানী দাশ, জান্নাতুল ফেরদৌস জান্নাত, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন প্রমুখ।