আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শোক প্রকাশ

| বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. নাজিম উদ্দিনসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বলা হয়, আবদুল্লাহ আল নোমানের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি, বিশেষ করে শিক্ষা ও জনসেবার ক্ষেত্রে তাঁর অবদান আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতিতে আসা বৃহত্তর চট্টগ্রামের অন্যতম রাজনীতিবিদ। মানুষের সাথে নিবিড়ভাবে সম্পর্ক গড়ে তোলা এক জনদরদী নেতা। যাঁর দৃষ্টিভঙ্গি, নৈতিক মূল্যবোধ, সততা, নিষ্ঠা, দেশপ্রেম ছিল অতুলনীয়। ১৯৭১ সালে তিনি মহান মুক্তিযুদ্ধে যোগ দিয়ে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। নিরহঙ্কারী, মার্জিত রুচিসম্পন্ন, আদর্শবান আবদুল্লাহ আল নোমান ছিলেন এক অসাধারণ শিক্ষানুরাগী।

তাঁর সর্বাত্মক পৃষ্ঠপোষকতা ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শোক বার্তায় তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাজিনাজ হাসপাতালে থ্যালাসেমিয়া বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধ‘বাংলায় চট্টগ্রাম ও ইংরেজিতে চিটাগাং চাই’