আবদুর রহিম

| শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৫ পূর্বাহ্ণ

বিশিষ্ট শ্রমিক নেতা আবদুর রহিম (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। তিনি সাতকানিয়া বাজালিয়ার বুড়ির দোকান এলাকার মরহুম নুর ইসলাম সওদাগরের জেষ্ঠ্য সন্তান। চট্টগ্রাম শপিং কমপ্লেক্স কর্মচারী ইউনিয়নের তিন বারের সাবেক সভাপতি, আতুরার ডিপো হাশেম বাজার শ্রমিক ফেডারেশনের সাবেক সভাপতি ছিলেন। চট্টগ্রাম মার্কেট ফেডারেশনের ভাইস সেক্রেটারী ও পাথরঘাটা নজু মিয়া লেইনস্থ নগদ স্টোরের মালিক ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় নগরীর পাথরঘাটাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি এক পুত্র সন্তান, সহধর্মিণীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখো গেছেন। বাদে আসর নগরীর পাথরঘাটা মধু বেপারী জামে মসজিদে নামাজে জানাযা শেষে নগরীর চৈতন্য গলি বাইশ মহল্লা কবরস্থানে তাকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমির ভাণ্ডারে সালাওয়াতে রাসূল (সা.) মাহফিল
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল আজ