আবদুন নূর সওদাগর ও আলেক্কাছুকাণি রোড সংস্কার বিষয়ে চসিক মেয়র মোহদয়ের দৃষ্টি আকর্ষণ

| মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৫:০৩ পূর্বাহ্ণ

পূর্ব বাকলিয়া কালামিয়া বাজারস্থ অবেহেলিত আবদুন নূর সওদাগর রোড এবং আলেক্কাছুকাণি রোডের উন্নয়নের জন্য গত ৮ মাস পূর্বে চট্টগ্রাম সিটি করর্পোরেশন কাজ শুরু করেন। পাশাপাশি ২টি রোডের কাজ একত্রে শুরু করায় এলাকার মানুষের অবর্ণনীয় দুর্যোগ পোহাতে হচ্ছে। মানুষের যাতায়াত করা অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। গত রমজানে মানুষের এবং ছোট্ট ছেলেমেয়েদের এবং এমনকি রোজাদারদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। পবিত্র ঈদের দিন আলেক্কাছুকানি রোডের নালায় অনেক ছেলেমেয়ে পড়ে নাজেহাল হয়েছে। নালার উপরে স্লেপ না থাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। উক্ত রাস্তার সামনে ভিরাট ময়লার স্তূপ এবং পাশে লম্বা গভীর নালা পরিষ্কার না করায় ময়লার ভাঘাড়ে পরিণত হয়েছে, যা পরিবেশ দুষণের মারাত্মক হুমকি হিসাবে পরিণত হয়েছে। কন্ট্রাক্টরদের সাথে এলাকাবাসী যোগযোগ করলে কোনো সদোত্তর পাওয়া যায় না, এমনকি মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এমতাবস্থায় সামনের বর্ষা মৌসুমে মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছাবে। পাশাপাশি ২টি রাস্তা এক সাথে কাজ না করে ১টি শেষ করে অপরটি কাজ আরম্ভ করার দাবী এলাকাবাসীর। বিষয়টি তদন্ত সাপেক্ষে নির্ধারিত কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার এলাকাবাসীর পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি।

মোঃ ওসমান গণি

আব্দুন নূর সাওদাগর রোড,

কালামিয়া বাজার,

বাকলিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধজালালাবাদ যুদ্ধ : বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মাইলফলক
পরবর্তী নিবন্ধমা