আফতাব একাডেমি এবং কোয়ালিটি স্কুলের জয়

মেয়র অনূর্ধ্ব-১৮ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত মেয়র অনূর্ধ্ব১৮ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের ম্যাচে জয় পেয়েছে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি এবং কোয়ালিটি স্কুল অব ক্রিকেট। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত দিনের প্রথম ম্যাচে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি ৩ রানে চট্টগ্রাম ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ৯ উইকেটে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১০২ রান সংগ্রহ করে প্রথমে ব্যাট করতে নামা আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ বলে ৩৯ রান করে সিয়াম। এছাড়া ফারহান ১৬ এবং মাহাদি ১১ বলে করে ১৮ রান। দলের বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। চট্টগ্রাম ক্রিকেট একাডেমির পক্ষে ২টি উইকেট নিয়েছে ওমর ফারুক। এছাড়া একটি করে উইকেট নিয়েছে রবিউল, মিফতাহুল এবং রাকিবুল। জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম ক্রিকেট একাডেমি আল আমিনের দুর্দান্ত ব্যাটিং সত্ত্বেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আল আমিন ৪৪ বলে করে ৪০ রান। একটি চার এবং তিনটি ছক্কা মেরেছে আল আমিন। এছাড়া রবিউল করে ১৩ বলে ১৭ রান। বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। আফতাব আহমেদ ক্রিকেট একাডেমির পক্ষে ২৬ রানে ৩টি উইকেট নিয়েছে ফারহান। এছাড়া একটি করে উইকেট নিয়েছে আশিক, সামি এবং তন্ময়। দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেট একাডেমি। কিন্তু শুরু থেকেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। ১৭ ওভারে মাত্র ৫১ রান করে অল আউট হয় চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেট একাডেমি। দলের ইনিংসে সর্বোচ্চ ১৮ রান আসে অতিরিক্ত থেকে। দুইজন ব্যাটার দুই অংকের ঘরে যেতে পেরেছে। তারা হলো ১১ রান করা ওয়াসি এবং ১৩ রান করা আবদুল নুর। কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এর পক্ষে ১৪ রানে ৪টি উইকেট নিয়েছে আবদুল্লাহ আল সাঈদ। ৫ রানে ২টি উইকেট নিয়েছে এরশাদ হোসাইন। এছাড়া একটি করে উইকেট নিয়েছে আশরাফুল এবং ফাহিম। স্বল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ১১.৫ ওভারে এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ৩১ বলে ২৭ রান করে অপরাজিত থাকে সাজ্জাদ। আর ৩৩ বলে ১৫ রান করে অপরাজিত থাকে দীপ্ত। দলটির পতন হওয়া একমাত্র উইকেটটি নিয়েছে আবদুল নুর।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের ক্রিকেটে সাকিবের অধ্যায় শেষ হয়ে যায়নি
পরবর্তী নিবন্ধশাকিবের সিনেমায় সুযোগ চাইলেন ফারিণ!