একাকীত্বের গল্প নিয়ে নির্মিত হলো পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘একা’। ফরিদুর রেজা সাগরের একই নামের গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। গত বছরের ডিসেম্বরে সিনেমাটির কাজ শুরু করেন নির্মাতা। রাজধানীর ধানমন্ডি, কেরানীগঞ্জের কলাতিয়া, রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়িসহ
দেশের বিভিন্ন স্থান ঘুরে গত সপ্তাহে সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এই সিনেমায় নন্দিত অভিনেতা আফজাল হোসেনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন দীপা খন্দকার। আফজাল হোসেন জানান, সিনেমায় তাকে দেখা যাবে সিন্ধু চরিত্রে। অভিনেতা বলেন, ঘটনাচক্রে একদিন সিন্ধু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে
পড়ে। তারপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে তার স্বপ্ন ফানুসের মতো মাটিতে পড়ে যায়। এই চরিত্রে অনেক বাঁক রয়েছে, যা দর্শক পর্দায় দেখতে পারবেন। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, এর আগে আফজাল ভাইয়ের নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি, নাটক–টেলিছবিতেও অভিনয় করেছি।
এমন একজন গুণী নির্মাতার নির্দেশনায় কাজ করাটাও শিল্পী হিসেবে আমার জন্য পরম সৌভাগ্যের এবং গর্বের বিষয় ছিল। কিন্তু সহশিল্পী হিসেবে তার সঙ্গে কাজ করতে পারাটা অনেক বড় প্রাপ্তির বিষয়। শ্রদ্ধেয় সালাহউদ্দিন জাকী স্যারের নির্দেশনায় কাজ করার সুযোগ পেয়েছি। বলা যেতে পারে এটা আমার অভিনয় জীবনের অনেক বড় প্রাপ্তি।