আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ৫০

| সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:৪৯ পূর্বাহ্ণ

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের প্রাণ গেছে। কর্মকর্তারা এতথ্য দেন বলে শনিবার জানায় বিবিসি। ঘোর প্রদেশ কর্তৃপক্ষ বলছে, আকস্মিক বন্যার পানি আসার কিছুক্ষণ আগে লোকজন উঁচু স্থানে আশ্রয় নেন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তারা বলছে, বন্যায় হাজার হাজার গবাদি পশু মরে গেছে। খবর বাংলানিউজের।

দুই হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর ও মধ্য অঞ্চলে বন্যার পর চলতি সপ্তাহে নতুন করে ভারী বৃষ্টি শুরু হয়েছে। কর্মকর্তারা বলছেন, প্রাদেশিক রাজধানী ফিরোজকোহতে প্রায় দুই হাজার দোকান তলিয়ে গেছে। রাজধানী অভিমুখে রাস্তাগুলোর অধিকাংশই বন্ধ রয়েছে। সেখানকার এক বাসিন্দা বলেন, ভয়াবহ বন্যায় সব ভেসে গেছে। কর্মকর্তারা মসজিদের মাইকে সতর্ক করার পর তিনি ও তার পরিবার নিরাপদ আশ্রয়ের দিকে ছোটেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল ওয়াহিদ হামাস বলেন, কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছেন। জাতিসংঘ ও তালিবান কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলের গ্রামগুলোতে ভারী বৃষ্টিতে গত সপ্তাহে তিন শতাধিক লোকের প্রাণ গেছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮.৩৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপ্রিয়জন চলে যাচ্ছেন কানাডায় লাশ নিচ্ছেন না স্বজনরা