আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় খুলেছে ক্যাম্পাসে ফিরছেন ছাত্রীরাও

| বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:১৬ পূর্বাহ্ণ

আফগানিস্তানে বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। গত বছর তালেবান ক্ষমতা দখলের পর এই প্রথম দেশটিতে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হল। বুধবার বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পর ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন বলে জানায়। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও তালেবান প্রশাসন থেকে এখনও নারী শিক্ষার্থীদের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে শিক্ষা কর্মকর্তারা বলেছেন, নারী শিক্ষার্থীদের ক্লাসে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু শর্ত হল, তাদের পুরুষ শিক্ষার্থীদের থেকে শারীরিকভাবে দূরে থাকতে হবে। খবর বিডিনিউজের।
সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও খুলেছে। কিন্তু বেশিরভাগ জায়গায় নারী শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পারছে না। আন্তর্জাতিক মহল অবশ্য মেয়েদের শিক্ষা এবং নারীদের কাজের সুযোগ দিতে তালবান সরকারকে চাপ দিচ্ছে। বলছে, বিদেশি সাহায্য এবং বিদেশে জব্দ করা সম্পদ পেতে হলে এটা তাদের করতে হবে।
সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীদের ফেরার সুযোগ দেওয়ায় প্রশংসা করেছে জাতিসংঘ। আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিশ্চয়তা পাওয়ার পর মঙ্গলবার রাতে আফগানিস্তানে জাতিসংঘের মিশন থেকে এক টুইটে বলা হয়, ২ ফেব্রুয়ারি থেকে আফগানিস্তানের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো নারী এবং পুরুষ সব শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে জাতিসংঘ তাকে স্বাগত জানাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫৩.৩৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধ৫শ মাইল দীর্ঘ বিদ্যুৎ ঝলক ঝলকানির নতুন রেকর্ড