আফগানিস্তানের গুরুত্বপূর্ণ পদে ৪৪ জনকে নিয়োগ দিয়েছে তালেবান সরকার। চলতি বছরের সেপ্টেম্বরে মন্ত্রিসভা গঠনের পর এটিই বড় ধরনের নিয়োগ। খবর বাংলানিউজের।
রয়টার্স ও খালিজটাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই ৪৪ জনের মধ্যে রাজধানী কাবুলের পুলিশ প্রধান, বিভিন্ন প্রদেশের গভর্নরসহ অনেকেই রয়েছেন। দেশটির ক্রমবর্ধমান নিরাপত্তা এবং অর্থনৈতিক সমস্যা মোকাবিলা করে শাসনব্যবস্থাকে সুসংহত করতেই এমন পদক্ষেন নিলো তালেবান। রবিবার কাবুলের গভর্নর হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্বারী বাড়িয়াল এবং শহরের পুলিশ প্রধান ওয়ালি জান হামজা। এর আগে কাবুল শহরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কমান্ডার মাওলাভি হামদুল্লাহ মুখলিস। তিনি চলতি মাসে কাবুলের কেন্দ্রস্থলে দেশটির বড় সামরিক হাসপাতালে হামলায় নিহত হন।
প্রসঙ্গত, চলতি বছরের ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় তালেবান। এরপর অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়। তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটির একাধিক স্থানে হামলা হয় ২ নভেম্বর ৪০০ শয্যার সরদার মো. দাউদ খান হাসপাতালে হামলায় অন্তত ২৫ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হন। এমন একাধিক হামলার দায় স্বীকার করেছে উগ্রসন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে তালেবান। চলতি মাসেই দেশটিতে বিদেশি মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার। এই নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তির ঘোষণা করা হয়।












