আফগানিস্তানে পৃথক দু’টি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। গতকাল রোববার আল জাজিরা এ তথ্য জানায়। রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৪ জন সেনা নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। খবর বাংলানিউজের। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার ঘটনা নিশ্চিত করলেও হতাহতের বিস্তারিত তথ্য জানায়নি। এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।