এশিয়া কাপ শেষে আরব আমিরাতেই অবস্থান করছে বাংলাদেশ দল। কারণ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক টি–টোয়েন্টি সিরিজ আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। প্রথম টি–টোয়েন্টির আগে গতকাল বুধবার দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক। এশিয়া কাপ আসরে চরম ব্যাটিং ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়ে টাইগাররা। তবে সেই ব্যর্থতার দায়ভার পাওয়ার হিটিং কোচ উডের কাঁধে না চাপিয়ে পুরো দায়িত্ব নিজেদের বলে স্বীকার করেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের।
সংবাদ সম্মেলনে জাকের স্পষ্টভাবে বলেন, উড আমাদের সঙ্গে ভালোভাবেই কাজ করেছেন। কিন্তু আমরা মাঠে সেটা কাজে লাগাতে পারিনি। পারিনি মানে দায় আমাদেরই। উনার দোষ দিয়ে লাভ নেই। কোচের কাজ ঠিক ছিল, তবে খেলোয়াড়রা ডেলিভার করতে পারেনি। লিটন দাসের চোটে অধিনায়কের দায়িত্ব সামলাতে হচ্ছে জাকেরকে। তবে বিষয়টিকে স্বাভাবিকভাবে নিচ্ছেন তিনি। তার ভাষায়, কোনো বাড়তি কিছু ভাবছি না। নরমাল আছি, শুধু পরের ম্যাচে ভালো খেলার দিকে মনোযোগ দিচ্ছি। এশিয়া কাপের ব্যর্থতার পর আফগানিস্তান সিরিজকে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবেই দেখছেন জাকের। তিনি বলেন, আসল জিনিস হলো ম্যাচ জেতা। এই সিরিজে আমাদের লক্ষ্য একটাই, জয়।
একই সঙ্গে সাইফ হাসানের ব্যাটিং নিয়েও আশাবাদী অধিনায়ক। এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করা এই ব্যাটারকে ঘিরে জাকের বলেন, সাইফ খুব ভালো খেলেছে। আশা করি এই সিরিজেও ও বড় রান করবে, অন্যরাও রান করবে। তাহলে সিরিজটা আমাদের জন্য ভালো যাবে। আফগানিস্তানের শক্তির দিকগুলো নিয়েও সচেতন বাংলাদেশ অধিনায়ক। তিনি যোগ করেন, তারা ভালো দল। স্পিনে সবসময়ই শক্তিশালী। তবে আমরা প্রস্তুত। আশা করছি ভালো একটা সিরিজ হবে।
ভিসা জটিলতায় থাকা সৌম্য সরকারকে প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা জানিয়ে জাকের বলেন, সৌম্যর ভিসা ইস্যুটা রয়েছে। আমরা জানি, এখানে ভিসার বিষয়টি কিছুটা জটিল। তাই এটি সমাধান হলেই তিনি আসবেন। অন্যথায় তিনি ইতোমধ্যেই প্রস্তুত। বিসিবি এ বিষয়টির দেখভাল করছে। যত দ্রুত আমরা ভিসা পেয়ে যাবে।