অপেক্ষার প্রহর গুণি, জীবনের কাছে অনেক ঋণী । হৃদয় মাঝে কষ্টি পাথর-ঘসে ঘসে মন চিনি/ তামা পেতল- সোনার দামে কিনি। গিরিপথে জোড়াসাঁকো /ভুল করে ভুল পথ মাড়ায় নাকো। টুপটাপ বৃষ্টি নিঃশব্দে হারায়/ নীরবে একাকীত্ব হাত বাড়ায়। অস্থির শান্ত দিঘির জল/ সময় হলো চলরে চল। আপনারে এখন আপন ভাবি/ কাউকে শুধাইনা ‘সঙ্গে যাবি?’ দীর্ঘশ্বাসে ঝেড়ে ফেলি চাপা কষ্টের অনুভূতি।