আন নিসা একাডেমীর হিফজ ও নাজেরা ছাত্রীদের সবক প্রদান অনুষ্ঠান গতকাল বুধবার আইস ফ্যাক্টরি রোডে প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া দারুল মা আরিফের আল ইসলামিয়ার সিনিয়র মুহাদ্দিস আফিফ ফুরকান আল মাদানী। প্রধান মেহমান ছিলেন একাডেমীর কো–চেয়ারম্যান ইয়াছমিন আলম। বিশেষ অতিথি ছিলেন মুশফিকুর রহমান মাশফি, হাফেজ ওমর ফারুক, মুঈনুল ইসলাম। শেষে হিফজ ও নাজেরা বিভাগের ছাত্রীদের মাঝে সবক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।