চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত আন–নিসা একাডেমিতে সাইন্স ফেয়ার ও স্পেলিং বি প্রতিযোগিতা গত শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন–নিসা একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন–নিসা একাডেমির চেয়ারম্যান মোঃ শাহ আলম। বিশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম মোঃ আনোয়ারুল হক আজহারী এবং তাওহিদুল উম্মাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা ওমর ফারুক। অনুষ্ঠানে শিক্ষার্থীরা সৌরজগত, রোবট, বায়ু ও পানি বিদ্যুৎ প্রকল্প, আদর্শ গ্রাম, খাদ্য চক্র, রক্তের গ্রুপ মিলানো সহ বিজ্ঞান–ভিত্তিক বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে।
প্রধান অতিথির বক্তব্যে শাহ আলম বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আলোকিত নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সমাজকে আলোকিত করবে। ইংরেজিতে দক্ষতা বাড়াতে স্পেলিং বি প্রতিযোগিতার নিয়মিত আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বৃদ্ধি করবে। বিশেষ অতিথি আনোয়ারুল হক আজহারী বলেন, আন–নিসা একাডেমি ধারাবাহিকভাবে এই ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার গুণগতমান নিশ্চিত করে চলেছে। সভাপতির বক্তব্যে মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রায়োগিক দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্ট স্টল পরিদর্শন করে তাদের প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।