আন্দোলন স্থগিত করলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

| মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

সাতদিনের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবির ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়ার আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন কলেজটির শিক্ষার্থীরা। সেই সঙ্গে সব ধরনের আন্দোলন স্থগিত করেছেন তারা। গতকাল সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডলের উপস্থিতিতে তারা অনশন ভাঙেন। এ সময় অধ্যক্ষকে অনশনরত শিক্ষার্থীদের আমের জুস পান করিয়ে দিতে দেখা যায়। খবর বাংলানিউজের।শিক্ষার্থীরা বলেন, আজকের আন্দোলনে অনেক পরীক্ষার্থী অংশ নিয়েছেন। আগামীকাল সাত কলেজের স্নাতক শ্রেণির একটি বর্ষের চূড়ান্ত পরীক্ষা আছে। সেটি স্থগিতের ঘোষণা দিতে হবে। তবে অধ্যক্ষ বিষয়টি তার এখতিয়ারে নয় বলে এ সময় শিক্ষার্থীদের জানান।

উপস্থিত যুগ্ম সচিবকে সামনে রেখে শিক্ষার্থীরা আগামী সাতদিনের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করার দাবি জানান। এর উত্তরে যুগ্মসচিব বিষয়গুলো নিয়ে কাজ করা হবে, এমন আশ্বাস দেন। এর আগে, এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত বুধবার বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধযৌতুকের জন্য স্ত্রীকে খুনের মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামের শোক প্রকাশ