ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা। আলোচনা সভায় বক্তারা বলেন, নানা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে জাতিকে পথ দেখিয়েছে ছাত্রলীগ।
রামপুর ওয়ার্ড ছাত্রলীগ: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৫ নং রামপুর ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। গত ৪ জানুয়ারি রামপুর ওয়ার্ডে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সভা সঞ্চালনা করেন -আবুল কালাম। এতে প্রধান অতিথি ছিলেন-আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সবুর লিটন। সভায় আরও উপস্থিত ছিলেন -এস এম আতিকুর রহমান আতিক, নিয়াজ মো. আজাদ, আদনান মাহফুজ সজীব, তাজুদ্দীন চৌধুরী, আরিফুর রহমান মানিক, পারভেজ কায়সার, মো. ইলিয়াস, মো. সাদেক, মো. সাগর, আব্দুল আহাদ, ইকবাল হোসেন, মো. বাবলু প্রমুখ।
হালিশহর থানা ছাত্রলীগ : গত ৪ জানুয়ারি হালিশহর চুনা ফ্যাক্টরির মোড়ে সরকারি সিটি কলেজ ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অহীদুল আমীন, বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ আরিফুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ আলী আফছার, যুবলীগ নেতা জিয়াউল হক খসরু, এডভোকেট মীর শফিকুল কবির বিজন। এতে আরো উপস্থিত ছিলেন পলাশ দেবনাথ, শহিদুল আলম (আরফাত), সিরাজুল ইসলাম মনির, রুপন দেবনাথ, মোঃ রাসেল, আশরাফুল হক মুরাদ, সিজার সুমন, অনিক মজুমদার, অনিক রায়, বিজয় বড়ুয়া, মোঃ রিয়াদ, মোঃ শাকিল, সৈকত দে, প্রান্ত নাথ, মাহমুদুল ইসলাম শাকিব, মোঃ রোমান, মোঃ মেহেদী, মোঃ মাকসুদ, মোঃ ফুয়াদ, মোঃ কায়েস, মোঃ আলভী, মোঃ মাসুম, মোঃ আরাফাত, মোঃ জুবায়ের, মোঃ ফারুক, মোমিনুল ইসলাম মোমিন, নাহিদুল ইসলাম নাহিদ প্রমুখ।
১১নং ওয়ার্ড ছাত্রলীগ: ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ৪ জানুয়ারি ১১নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এরশাদুল আমীন। বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী থানা আওয়ামী লীগ সহ-সভাপতি অহিদুল আমীন, প্রধান বক্তা ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী অধ্যাপক মোঃ ইসমাইল। উপস্থিত ছিলেন সাইমুন রিয়াদ, হানিফ, এমদাদ, খোকন দেবনাথ, আক্তারুজ্জামান, কে এম শরীফ, কুতুবউদ্দিন আলী, দিপু, আকরাম হাসেম রেজা, ওয়ার্ড ছাত্রলীগ নেতা ওমর ফারুক, জসি, রাব্বি, টুটুল, শাহীন, ফাহিম, আকবর, নাইম, আল-আমীন, বাবু প্রমুখ নেতৃবৃন্দ।
২ নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগ : ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগ ও বায়েজীদ থানা ছাত্রলীগ মহানগর শাখার উদ্যোগে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি শাহ ইমতিয়াজ শাকিল। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ইমদাদুল ইসলাম আসিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী ইব্রাহীম, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মহানগর শাখার সভাপতি মিজানুর রহমান শিশির, সমাজসেবক আমিন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি জাবেদ হোসেন, রেজাউল আলম রিপন, ঈসমাইল চৌধুরী, মাহবুব আলম, আফনান মাহমুদ, শফিউল আলম শফি, এম.আর.এ. রিদয় প্রমুখ।
পতেঙ্গা থানা ছাত্রলীগ : ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতেঙ্গা থানা ছাত্রলীগের উদ্যোগে কাটগড় দলীয় কার্যালয় আজিজ উদ্যানে সংগঠনের সভাপতি হাসান হাবীব সেতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেরাজ তৌসিফের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহবায়ক এম আবদুল হালিম, বিশেষ অতিথি ছিলেন ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও কাউন্সিলর প্রার্থী ছালেহ আহমেদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি পলাশ চন্দ্র আইচ, জিয়া উদ্দিন ইসলাম, এস কে আরমান, সোলেমান, সাগর, তৌহিদুজ্জামান রিমন, আমিনুল ইসলাম নিয়াজ, সৈকত মজুমদার প্রভু, আরমান হোসেন নয়ন, সোহেল, অন্তু শীল, ফারহানা শারমিন রসনী।
সরাইপাড়া ওয়ার্ড: সরাইপাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কী পালন উপলক্ষে এক অনুষ্ঠান শাহজাহান সাজু পরিচালনায় ও শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন। উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক এম শওকত আলি, লুৎফল হক খুশী, সেলিম সওদাগর, সালাউদদ্দীন কামরুল, জালাল হক বাচ্চু, মুজিবের রহমান মনুট, সাইফুল হাবিব, গিয়াস উদ্দিন, নুরুল আজিম বাবুল, হোসেন আহমেদ কিরন, আলমগীর, জাহেদ, ইবরাহিম রিফাত, আলী হায়দার, জহিরুল ইসলাম মিজান, আব্দুর কাদের সুজন, আবুবকর,আসরাফ, রিফাত, মহসিন, নেওয়াজ, রাহাত তানবিত প্রমূখ।
মোহরা ওয়ার্ড ছাত্রলীগ : ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান মহানগর ছাত্রলীগ নেতা ইমরান হোসেন জনির সভাপতিত্বে, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা খুরশেদ খান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৫নং মোহরা ওয়ার্ড আহ্বায়ক নাজিম উদ্দীন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক খালেদ হোসেন খান মাসুক। বিশেষ অতিথি ছিলেন ইমতিয়াজ উদ্দীন চৌধুরী, ফয়সাল চৌধুরী। আরো উপস্থিত ছিলেন আরিফুর রহমান সোহেল, মিজানুর রহমান, জুনায়েদ ইসলাম, ইফরান গনি সিফাত, ইয়াছিন, জাহেদ, ইরফান, রাহাত, অহিন, ইমন প্রমুখ।
বায়েজিদ থানা ছাত্রলীগ : ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠান বায়েজিদ থানা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রঅতিথি ছিলেন এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ও ৮নং শুলকবহর ওয়ার্ড় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসিন। এসময় আরও উপস্থিত ছিলেন শাহাজান হামেদী, জাহেদ হোসেন টিটু, তৌহিদ উদ্দিন মানিক, মো. ফাহিম, মো. সোহেল, রিয়াদ হোসেন, হোসেন, মো. রিপন আহম্মেদ, জহির রায়হান, মাসুদ করিম, মো. রাশেদুল ইসলাম, নিকেতন মজুমদার, মিজবাহ উদ্দিন সোহেল, আবুল হোসেন রনি, সান্তু দাশ, জনি তালুকদার, মো. মুন্না প্রমুখ।
১৩ নং পাহাড়তলী ওয়ার্ড : ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড প্রাক্তন ছাত্রলীগ এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলশী থানা আওয়ামী লীগের আহবায়ক হোসেন হীরন, বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিক। উপস্থিত ছিলেন আবুল কাসেম, নাদিরা সুলতানা হেলেন, নুরুল আলম রাহাত, আবদুল হান্নান হীরা প্রমুখ।
আলকরণ ওয়ার্ড : ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগ আলোচনা সভা, কেক কাটা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোরশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু। ওয়ার্ড ছাত্রলীগ নেতা কফিল উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী আবদুস সালাম মাসুদ এবং মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নীলু নাগ। উপস্থিত ছিলেন মো. ইসহাক, মাইনুল হক লিমন, শওকত ওসমান মুন্না, নাসির উদ্দিন, রঞ্জন চৌধুরী, ডা. সজীব তালুকদার নাসির উদ্দিন, রফিকুল মান্নান জুয়েল, শ্যামাপদ দাশ, লিটন মহাজন, অনির্বাণ দাশ বাবু।