চট্টগ্রামের অন্যতম ধর্মীয় পীঠস্থান আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে আজ। আজ সকাল ১১টায় অন্তবর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মোহাম্মদ সারওয়ার আলম ঐতিহাসিক মসজিদটিকে স্মারক হিসেবে মাঝে রেখে চারপাশে আট হাজার মুসল্লির একইসাথে নামাজ আদায়ের মতো চারতলা মসজিদ নির্মাণ করা হচ্ছে। পাশে একটি ২০ তলা টাওয়ার এবং ৩৫ তলা উচ্চতার মিনার নির্মাণ করা হবে। বর্তমানে যেসব দোকান রয়েছে সেসব দোকানদার স্বার্থ অক্ষুন্ন রেখে ২৬৯ কোটি টাকা ব্যয়ে শহরের সবচেয়ে নান্দনিক একটি মসজিদ হিসেবে ঐতিহাসিক এই ধর্মীয় স্থাপনাটিকে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলেও তিনি জানান। প্রাথমিকভাবে এই মসজিদ নির্মাণে সরকারের তরফ থেকে ১১ কোটি টাকা যোগান দেয়া হচ্ছে। বাকি টাকার সংস্থান স্থানীয় এবং আন্তর্জাতিক অনুদানের ওপর নির্ভর করা হচ্ছে বলেও সূত্র জানিয়েছে।
মোঘল শাসনামলে চট্টগ্রাম বিজয়ের স্মৃতি ধরে রাখতে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ ১৬৬৭ সালে এখানে নির্মাণ করেন ‘আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।’ প্রায় একশ’ বছর পর ১৭৬১ সালে ব্রিটিশ সরকার এই মসজিদকে অস্ত্র ও গোলাবারুদ রাখার গুদাম হিসেবে ব্যবহার করেছিল। ১৮৮৫ সালে জমিদার হামিদুল্লাহ খাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং চট্টগ্রামের ওই সময়কার ধর্মপ্রাণ মানুষদের প্রচেষ্টায় মসজিদটি পুনরুদ্ধার হয়। ১৯৮৬ সালে সরকার মসজিদটি অধিগ্রহন করে এবং এটি পরিচালনার দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশনকে প্রদান করে।










