আজিম শরীফ-রওশন আরা ফাউন্ডেশনের সৌজন্যে নবীন মেলার উদ্যোগে গতকাল শনিবার আন্দরকিল্লা চত্বরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি ডায়াবেটিস, ব্লাড প্রেসার এবং ব্লাড গ্রুপ নির্ণয়ের এক স্বাস্থ্যসেবা কর্মসূচি পালিত হয়। কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম. নাছির উদ্দিন। মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সার্বিক তত্ত্বাববধানে কর্মসূচি পালনে সহায়তা করেন নবীন মেলা ফ্রি ক্লিনিকের চিকিৎসক ডা. এ ইউ এম সলিমুল্লাহ, ডা. পারভেজ ইকবাল শরীফ, মোসাদেক আহমেদ শরীফ, আজিম উদ্দিন, অ্যাড. সাজ্জাদ শরীফ রাসেল।
কর্মসূচিতে স্বেচ্ছাসেবক ছিলেন সাইফুল আলম বাপ্পী, হারুন রশিদ, ইমরান জুয়েল, মো. রাশেদুল আলম, হেলাল উদ্দিন, নাহিদ চৌধুরী মাহমুদ, জয়দীপ চৌধুরী, মো. ওয়ালিদ, মো. ওয়াজিদ, আফিয়া ইবনাত সাইমা, নবদ্বীপ দাশ, মো. রফি, মো. আলি জিন্নাহ, রক্সি জাহান, বোরহান উদ্দিন নিহান, সবুজ চৌধুরী রকি। এতে ৪৫০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।