আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:০৪ পূর্বাহ্ণ

আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে গত ২৬ নভেম্বর রাতে ইন্টারন্যাশনাল হুসনে কেরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেননগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম। পটিয়া আল জামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভীর

সভাপতিত্বে কেরাত সম্মেলনে কোরআন থেকে তেলাওয়াত করেন, শায়খ ক্বারী ঈদী শাবান (তানজানিয়া), শায়খ ক্বারী জাওয়াদ হোসাইনী (ইরান), শায়খ ড. ক্বারী সালাহ মুহাম্মদ সোলায়মান (মিসর), শায়খ ক্বারী মুহাম্মদ সোলায়মান শিহাব (মিসর), শায়খ ক্বারী মুফতি শিহাব উদ্দিন (পাকিস্তান), শায়খ ক্বারী মানজুর বিন মোস্তফা (বাংলাদেশ), শায়খ ক্বারী আব্বাস উদ্দিন (বাংলাদেশ) প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে আইনশৃংখলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা