আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

চাটগাঁ ভাষা পরিষদের সভা

| বুধবার , ১৪ মে, ২০২৫ at ৯:০০ পূর্বাহ্ণ

আনোয়ারায় প্রস্তাবিত ঐতিহাসিক বিদ্যাপিঠ আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছে চাটগাঁ ভাষা পরিষদ আয়োজিত সভায় বক্তারা। আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ শীর্ষক আলেচনা সভায় বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং একটি বহুমুখী পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য আনোয়ারার বটতলি মৌজায় ৫০ একর জমি এবং ৫৬০ কোটি টাকা প্রাথমিক বরাদ্দসহ কারিকুল্যাম প্রণয়ন সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন হলেও তৎকালীন সরকারের দায়িত্বরত আমলাদের সৃষ্ট দাপ্তরিক জটিলতার কারণে আন্তর্জাতিক মানের এই শিক্ষা প্রতিষ্ঠানটি আলোর মুখ দেখেনি। গতকাল মঙ্গলবার পরিষদের জামাল খান সেনসিভ ভবন সংলগ্ন কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ড. আবুল কাসেম। কবি অরুণ শীলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান উদ্যোক্তা ড. জিনবোধি ভিক্ষু, পরিষদের সহসভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন চৌধুরী, . সেলিম জাহাঙ্গীর, তৌফিকুল ইসলাম চৌধুরী, শাকিল আহমদ, মোস্তাফা কামাল যাত্রা, স্থপতি বিজয় তালুকদার, মো. ওবাইদুর রহমান, নিজামুল ইসলাম সরফী, সরোজ কান্তি দাশ, মো. ওবায়দুর রহমান, জাহের মো. আলাউদ্দীন, মইনুল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড থেকে চুরি হওয়া সিএনজি টেক্সি খুলশীতে উদ্ধার, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধহিটু শেখের সর্বোচ্চ শাস্তির আশা রাষ্ট্রপক্ষের