আন্তর্জাতিক নৃত্য দিবস আজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ এপ্রিল, ২০২৪ at ৮:৩৫ পূর্বাহ্ণ

নৃত্য হচ্ছে মানুষের মনোজাগতিক প্রকাশ ভঙ্গি। কেননা নৃত্য ও এর ভাষা কাজ করে একসূত্রে। আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। সারা বিশ্বে প্রতি বছরের ২৯ এপ্রিল নানা উৎসবআয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। ১৯৮২ সালে দিবসটি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে। ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে পালিত হয়ে আসছে বিশ্ব নৃত্য দিবস। দিবসটি উদযাপন করা হয় ব্যালে নৃত্যের স্রষ্টা জ্যঁ জস নুভেরের জন্মদিনে। এই মহান শিল্পীকে চিরস্মরণীয় করে রাখার জন্য ১৯৮২ সালে ইউনেস্কো ২৯ এপ্রিলকে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে নির্ধারণ করে।

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে চট্টগ্রামসহ সারা দেশে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বিশ্বনাচে ছন্দময় আসবে শান্তি কাটবে ভয়’। দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও চট্টগ্রাম নৃত্যশিল্পী সংসদ যৌথভাবে কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা, সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে টেক্সি চোর চক্রের সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি