আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ ছক্কা রোহিত শর্মার

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৭ জুন, ২০২৪ at ৭:৪২ পূর্বাহ্ণ

আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত। ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে তারা। এদিন অবশ্য হাফ সেঞ্চুরি করে হাতের ব্যথায় অস্বন্তি নিয়ে মাঠ ছেড়ে যেতে হয় রোহিত শর্মাকে। তবে এর আগে ৪ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৫২ রান করেন তিনি। আইপিএলে তার ফর্ম নিয়ে নানা দুশ্চিন্তা থাকলেও বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাট হাতে সাবলীল ছিলেন রোহিত। এদিন তিনি ছুঁয়েছেন কয়েকটি মাইলফলকও। প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৬০০টি ছক্কা মারার অনন্য নজির গড়েছেন রোহিত।

১৭ বছরের ক্যারিয়ারে ৪৯৮ ইনিংস ব্যাট করে এই রেকর্ড মাইলফলকে পৌঁছেছেন তিনি। এই তালিকায় পরের চারটি অবস্থানে থাকা কেউই এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না। ৫৫৩ ছক্কা নিয়ে দুইয়ে আছেন ক্রিস গেইল। পাকিস্তানের শহিদ আফ্রিদি ৪৭৬ ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম হাঁকিয়েছেন ৩৯৮ ছক্কা। পাঁচ নম্বরে থাকা আরেক কিউই ব্যাটার মার্টিন গাপটিলের ছক্কা ৩৮৩টি। তালিকার পরের অবস্থানগুলো দেখে স্পষ্ট, রোহিতের এই কীর্তি সহজে ভাঙা সম্ভব নয়। পাশাপাশি এদিন আন্তর্জাতিক টিটোয়েন্টি ম্যাচে তিনি ৪০০০ রান করার মাইলফলকও স্পর্শ করেছেন। চার হাজারের ক্লাব থেকে ২৬ রান দূরে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে নেমেছিলেন তিনি।

এই তালিকায় সতীর্থ বিরাট কোহলির ৪০৩৭ ও পাকিস্তানের বাবর আজমের ৪০২৩ পর তৃতীয় ক্রিকেটার হিসেবে নাম লেখালেন রোহিত শর্মা। কোহলি ছাড়া ভারতের হয়ে তিন ফরম্যাটে অন্তত চার হাজার রান নেই আর কোনো ব্যাটারের।

টিটোয়েন্টি বিশ্বকাপে ১০০০ রান করার মাইলফলকও ছুঁয়েছেন রোহিত। এই তালিকাতে তিনি ছাড়াও রয়েছেন বিরাট কোহলি ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। এক ম্যাচেই অনেকগুলো রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক।

পূর্ববর্তী নিবন্ধ৩য় বিভাগের ফুটবল লিগের ফলাফল
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ