যত দিন পর্যন্ত নারীরা শিক্ষা এবং খেলাধুলায় অংশগ্রহণ করতে না পারছে তার আগ পর্যন্ত তালেবানশাষিত আফগানিস্তান ক্রিকেট দলকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ। ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠানো এক ইমেইল বার্তায় একথা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। আইসিসি সভাপতি জয় শাহকে উদ্দেশ্য করে গত ৩ ফেব্রুয়ারি ইমেইল করে তারা। ৭ মার্চ প্রকাশ্যে আসা সেই ইমেইলে হিউম্যান রাইটস ওয়াচ লিখেছে– ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে স্থগিত এবং মানবাধিকার নীতি বাস্তবায়ন করতে হবে। ইমেইল বার্তায় হিউম্যান রাইটস ওয়াচ লিখেছে, আমরা এই মুহূর্তে তালেবানশাসিত আফগানিস্তান ক্রিকেটের আইসিসির সদস্যপদ স্থগিত করে তাদের আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণে নিষিদ্ধের অনুরোধ জানাচ্ছি। যত দিন পর্যন্ত নারীরা আবারও শিক্ষা এবং খেলাধুলায় অংশগ্রহণ করতে না পারছে তত দিন এটি অব্যাহত থাকবে। তারা আরও লিখেছে, ‘আমরা জাতিসংঘের ব্যবসা এবং মানবাধিকার নির্দেশনা নীতিমালা মেনে মানবাধিকার নীতি বাস্তবায়নের জন্য আইসিসিকে অনুরোধ জানাচ্ছি। চিঠিতে আফগানিস্তানের নারীদের প্রতি বৈষ্যম্যের কথা জানিয়ে হিউম্যান রাইটস ওয়াচ বলে, ‘২০২১ সালের আগস্টে ক্ষমতা নেওয়ার পর তালেবান নারীদের উপর কড়া নিয়মের বড় তালিকা দেওয়া হয়েছে। যা নারী ও মেয়েদের মৌলিক অধিকারের চর্চা থেকে বিরত রাখে।












