তথ্যপ্রযুক্তিতে কন্যাশিশুদের সুযোগ বাড়ানোর তাগিদ দিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য, ‘ডিজিটাল প্রজন্ম, আমাদের প্রজন্ম’। ২০১১ সালের ১৯ ডিসেম্বর কন্যাশিশুদের অধিকার নিশ্চিত করা ও চ্যালেঞ্জগুলো মোকাবেলায় দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। এরপর প্রতিবছর ১১ অক্টোবর দিনটি কন্যাশিশুদের অগ্রযাত্রায় সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। খবর বিডিনিউজের। জাতিসংঘ বলছে, মহামারী পরিস্থিতিতে শেখা, উপার্জন ও সম্পৃক্ততার ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বেড়েছে, সেখানেও কন্যাশিশুদের সামনে লিঙ্গ বৈষম্যের বিষয়টি চলে এসেছে। এই বিভাজন দূর করতে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। বাংলাদেশে গত কয়েক বছরে নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসলেও তাদের সামনে নানা চ্যালেঞ্জের কথা বলে আসছেন নারী অধিকার কর্মীরা। করোনাভাইরাস মহামারীতে মেয়েদের শিক্ষাবঞ্চিত হওয়া ও বাল্যবিয়ের হার আরও বেড়ে যাওয়ার দাবি তাদের। ইউনিসেফের তথ্য অনুযায়ী, বাল্যবিয়ের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। এ পরিস্থিতিতে কন্যাশিশুদের নিরাপদ ভবিষ্যত নিশ্চিত ও সমঅধিকারের আশায় অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা আয়োজনে দিনটি উদযাপিত হবে।