আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপনের লক্ষে আজ চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে অভিবাসন শীর্ষক আলোচনা সভা।
এতে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম প্রধান অতিথি এবং পুলিশ সুপার রায়হান উদ্দিন খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা। এছাড়া অনুষ্ঠানস্থলে দুপুর ১২টায় প্রবাসী মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান, চট্টগ্রাম জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি ও সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ব্যাংক প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে। দুপুর সাড়ে ১২টায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রাঙ্গণে জব ফেয়ার (চাকরি মেলা) উদ্বোধন করা হবে।
আজ দিনভর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কে আগত ও বিদেশ গমনকারী সকল অভিবাসীদের অভ্যর্থনা জ্ঞাপন করা হবে বলেও মহেন্দ্র চাকমা জানান।