আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচারপতিদের জন্য অবমাননাকর কনটেন্ট প্রচার করা যাবে না

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ৯:২২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের ছবি, তথ্য, মন্তব্য, বক্তব্য কিছু কিছু প্রিন্ট, ইলেক্ট্রনিক, সোশ্যাল ও অনলাইন মিডিয়ায় বিকৃত ও নেতিবাচকভাবে প্রকাশিত হচ্ছে, যা তাদের জন্য অবমাননাকর। খবর বাসসের।

ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনালের বিচারপতিগণের জন্য অবমাননাকর ও অপমানজনক যেকোনো কনটেন্ট প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ না করার বিষয়ে এবং প্রকাশিত কনটেন্ট অপসারণের জন্য ট্রাইব্যুনালের আদেশ/নির্দেশনা রয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের কনটেন্ট কোনো মাধ্যমে কোনোভাবেই প্রকাশিত না হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্যও ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুইটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধসাগরে ধরা পড়ল ১৬৬ কেজির ভোল মাছ