আন্তরিকতার সাথে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব

অফিসার সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে চবি উপাচার্য

| বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

চবি উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহেরের সাথে অফিসার সমিতির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্যের সঙ্গে এসময় দুই উপউপাচার্যও উপস্থিত ছিলেন। অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আসাদের নেতৃত্বে মতবিনিময় সভায় চবি অফিসার সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য সমিতির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বলেন, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অন্যতম বৃহত্তম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনায় অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান সমুন্নত রেখে প্রত্যেকে স্ব স্ব অবস্থানে থেকে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে। তিনি বিশ্ব র‌্যাংকিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তাকর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। মতবিনিময় সভায় উপাচার্য প্রশাসনিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে অফিসার সমিতির নেতৃবৃন্দদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের যৌক্তিক দাবিদাওয়া বিশ্ববিদ্যালয়ের সীমিত সম্পদের মধ্যে পূরণের আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরমজান জুড়ে কমদামে মাংস দুধ ডিম পেঁয়াজ পাচ্ছে রাউজানের মানুষ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে এ্যাবের প্রকৌশলী সমাবেশ ও ইফতার মাহফিল