আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়া সরকারি কলেজ চ্যাম্পিয়ন

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:২০ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস চট্টগ্রাম আয়োজিত আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গুনিয়া সরকারি কলেজ। গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২০ গোলে স্যার আশুতোষ সরকারি কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল দুটি করেন সিয়াম ও কাশিফুল। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন আহমেদ। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার চট্টগ্রাম আবদুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ উদ্দিন, শারীরিক শিক্ষা কলেজ অধ্যক্ষ এস এম গিয়াস বাবর উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর মো. সরওয়ার আলম চৌধুরী মনি, আলী হাসান রাজু, প্রসেনজিৎ দত্ত রাজু, রায়হান উদ্দীন প্রমুখ। পরে প্রধান অতিথি ও সভাপতি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধহাবিব উল্ল্যাহ ডনকে সভাপতি করে ব্যাডমিন্টন ফেডা’র কমিটি গঠন
পরবর্তী নিবন্ধবিয়েতে প্রথা ভাঙছেন রোনালদো-জর্জিনা