আন্তঃব্যাংকে ডলার উঠল ১০৮ টাকা ৫০ পয়সায়

| বুধবার , ১৭ মে, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

সরবরাহের বিপরীতে চাহিদা বাড়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলার কেনাবেচার দর ১০৮ টাকা ৫০ পয়সায় উঠেছে; যা এখন পর্যন্ত সর্বোচ্চ। গতকাল মঙ্গলবার ব্যাংকগুলোর ডলার কেনাবেচার এ আন্তঃব্যাংক দরের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

এ নিয়ে তিন দিনে প্রধান এ বিদেশি মুদ্রার দর ৫০ পয়সা বাড়ল। গত রোববার ব্যাংকগুলো ডলার কেনাবেচা করেচিল ১০৮ টাকায়। সোমবার এর সঙ্গে যোগ হয়েছিল আরও ৬ পয়সা। একদিন বাদে বাড়ল আরও ৪৪ পয়সা। ডলারের এ দরের সঙ্গে ব্যাংক গ্রাহকের কাছ থেকে কমিশন আকারে ১০ থেকে ৫০ পয়সা পর্যন্ত যোগ করে। ফলে গ্রাহক পর্যায়ে ডলারের দর আরও বাড়ে। খবর বিডিনিউজের। বৈদেশিক বাণিজ্য সামলাতে ব্যাংকগুলোর কাছে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার থাকার কথা গত ৭ মে জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। এর সপ্তাহ খানেক বাদে ডলারের দর বাড়তে শুরু করল আন্তঃব্যাংকে। ডলারের দর বাজারের উপর ছেড়ে দেওয়ার কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাস্তবায়ন শুরু করে বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংক নির্বাহীদের সংগঠন (এবিবি)

পূর্ববর্তী নিবন্ধনেপালের বিদ্যুৎ ভারতের সঞ্চালন লাইন হয়ে আসবে ২ মাসের মধ্যে
পরবর্তী নিবন্ধবিএসটিআইয়ের অনুমোদন ছাড়া প্লাস্টিক জারে পানি বিক্রি