বাংলাদেশ ভলিবল ফেডারেশন আয়োজিত পুরুষদের আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা আগামী ১০-১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ১২ জন খেলোয়াড়, ১ জন ম্যানেজার ও ১ জন প্রশিক্ষক সহ সর্বমোট ১৪ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা ভলিবল দল আজ সকালে ঢাকা যাচ্ছে। সিজেকেএস ভলিবল কমিটির ভাইস চেয়ারম্যান মো. শোয়াইবকে দলীয় ম্যানেজার এবং কমিটির যুগ্ম-সম্পাদক শামীম আহমেদকে প্রশিক্ষক হিসেবে মনোনীত করা হয়। দলের নির্বাচিত খেলোয়াড়রা হলেন : মিরাজ উদ্দিন, আবু বকর সিদ্দিক, তায়ফুল আলম ফরাজি, রাহুল শীল, শাওন, হিব্বান, নিশাদ, ফয়সাল, আজাদ,আব্দুর রাজ্জাক, জোবাইর।