সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্য পরিবহন মালিকগণ তাদের ক্ষতিপূরণের জন্য গতকাল বুধবার আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে জরুরি বৈঠকে মিলিত হন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক এসোসিয়েশনের মহাসচিব ও আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহম্মদ। সভায় ক্ষতিগ্রস্ত পণ্য পরিবহন যানের (ঢাকা মেট্রো-ট-১১-৬৬৬৬, ঢাকা মেট্রো-১৩-২৭৪৮, ঢাকা মেট্রো-ট-১৪-৪৩৫৪, চট্ট মেট্রো-ট-১১-৪৫৮৩, ঢাকা মেট্রো-ট-১৪-৩২৩৫, চট্ট মেট্রো-ট-১১-৭৮০৯, চট্ট মেট্রো-ট-১১-৮৯০৩, চট্ট মেট্রো-ট-১১-৮৫৯০, চট্ট মেট্রো-ট-১১-৫৯২৭, ঢাকা মেট্রো-ট-১৬-১৩৬৭, চট্ট মেট্রো-ট-১১-৭৫১০, ঢাকা মেট্রো-ট-১৫-২৯২৭, চট্ট মেট্রো-ট-১১-৬৯৮৯ ও চট্ট মেট্রো-ট-১২-০৮৮৫) মালিকগণ তাদের সমস্যা তুলে ধরেন এবং গাড়ির ক্ষতিপূরণের ব্যাপারে দাবি জানালে চৌধুরী জাফর আহম্মদ ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের যুগ্ম সম্পাদক মো. আরিফুর রহমান রুবেল, প্রচার সম্পাদক মো. মনিরুল ইসলাম চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মো. শামসুজ্জামান সুমন, সহযোগী সদস্য মো. শাহাদাত হোসেন জুয়েল, চট্টগ্রাম মহানগর ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফারুকসহ সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।