আনোয়ারা হাসপাতালের সমস্যা সমাধানে স্বাস্থ্য পরিচালকের কাছে জেলা বিএনপি নেতার স্মারকলিপি

আজাদীতে সংবাদ প্রকাশের পর

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

আনোয়ারায় ঘরে ঘরে জ্বর, সর্দি, এলার্জিতে আক্রান্ত নারী শিশুসহ হাসপাতালের বেড ও বহির্বিভাগে যেন ‘রোগীর বাজার’। জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত এই হাসপাতাল। চিকিৎসা সেবায় আনোয়ারা হাসপাতালের বেহাল দশার চিত্র তুলে ধরে গতকাল দৈনিক আজাদীর প্রথম পাতায় সচিত্র প্রতিবেদন প্রকাশের পর এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গতকাল রবিবার দুপুরে জনস্বার্থে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বির নিকট স্মারকলিপি প্রদান করেন মহানগর বিএনপি নেতা খোরশেদুল আলম। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আনোয়ারা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই উপজেলায় প্রায় ৪ লক্ষাধিক মানুষের বসবাস। তাদের স্বাস্থ্য রক্ষার একমাত্র ভরসাস্থল আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স। এই স্বাস্থ্য কমপ্লেক্সের দৈন্যদশার চিত্র দৈনিক আজাদীতে প্রকাশিত হয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়। মহানগর বিএনপি নেতা খোরশেদুল আলম জানান, আনোয়ারা হাসপাতালের সমস্যা নিয়ে জনস্বার্থে সচিত্র প্রতিবেদন তুলে ধরার জন্য দৈনিক আজাদীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজাদীতে প্রকাশিত প্রতিবেদনের সাথে একাত্মতা প্রকাশ করে স্থানীয়দের স্বাস্থ্য রক্ষায় অতি দ্রুত স্বাস্থ্য সেবার মান উন্নীতকরণ ও জনবল সংকট সমাধানের জন্য চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে স্মারকলিপি প্রদানসহ অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা ভূমি অফিস পরিদর্শনে বিভাগীয় কমিশনার
পরবর্তী নিবন্ধআদ-দ্বীন ইসলামিক ইনস্টিটিউটের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ