আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৯ আগস্ট, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী গত রোববার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোমা ঘোষ ও উম্মে হাবিবুন নেছা রুনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বেলাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী এস.এম জয়নাল আবেদীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কাদের। বক্তব্য রাখেন আলী আব্বাস, অসীম কান্তি বড়ুয়া, সুমন মিত্র, মাস্টার এনামুল হক, বৈশাখী দত্ত, পারভিন আক্তার। উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কান্তি দত্ত, মো. সরোয়ার কামাল, রোমেনা আক্তার খানম, নীলিমা আক্তার, সুদীপ্ত দাশ, নাজনীন নাহার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গমাতার জন্মদিনে বাংলাদেশ বেতারের বিশেষ গান
পরবর্তী নিবন্ধপটিয়া ফুটবল একাডেমির সভা অনুষ্ঠিত