ফটিকছড়ি উপজেলার ১৩ নম্বর লেলাং ইউনিয়নে গোপাল ঘাটা গ্রামে ডোবার পানিতে ডুবে ওমর ফারুক (৯) ও উম্মে হাবিবা (৭) নামে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার লেলাং ইউনিয়নের দক্ষিণ গোপালঘাটা গ্রামের কচুয়ার টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই-বোন স্থানীয় মোল্লার টিলা এলাকার লোকমানের শিশু সন্তান।
স্থানীয়রা জানান, বাড়ির অদূরে বিলে দুই ভাই-বোনকে গরু চড়াতে দিয়ে তাদের বাবা লোকমান অন্যত্র কাজে চলে যান। পরে তিনি এসে দেখতে পান তারা সেখানে নেই। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বিলের একটি ডোবার মধ্যে ভাসমান অবস্থায় তার দুই সন্তানের নিথর দেহ দেখতে পান তিনি। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন জানান, কিপাইতনগর মনিরুল উলুম দাখিল মাদ্রাসার ৩য় ও ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল ফারুক ও হাবিবা।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারা উপজেলার বরুমচড়া ও জুঁইদন্ডি ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আহমদ (৭) ও ঈদের দিন (১০ জুলাই) দুপুরে জুঁইদন্ডি ইউনিয়নে দেড় বছরের শিশু হাবিবা আকতারের মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশু আহমদ বাড়ির সকলের অজান্তে ঘর থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি পর বাড়ির সামনের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশু স্থানীয় রাজমিস্ত্রি মো. ইসহাকের পুত্র।
তার আগে গত ১০ জুলাই ঈদের দিন দুপুরে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শোয়াইর বাপের বাড়িতে পুকুরের পানিতে ডুবে হাবিবা আক্তার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয় বলে জানা গেছে।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে মিশকাত নামে ৮ বছরের এক শিশু মারা গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা যায়, চট্টগ্রাম নগরীর হামজার বাগ এলাকার আল আমিনের শিশুপুত্র মিশকাত ঈদ উপলক্ষে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা গ্রামের নানা বাড়ি বেড়াতে আসে। বুধবার সন্ধ্যায় এলাকার অন্যান্য শিশুর সঙ্গে খেলতে বের হয়ে সবার অগোচরে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে পুকুরে ভাসমান অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করে রাত ৮টার দিকে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া : মহেশখালী প্রতিনিধি জানান, কুতুবদিয়ায় পুকুরে ডুবে আব্দুল্লাহ নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে দক্ষিণ ধুরুং বড়ইতলী গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বুধবার দুপুর ১টার দিকে ওই পাড়ার ইলিয়াছের শিশু পুত্র মো. আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরে তলিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফেরদৌসী জাহান দিতি শিশুটি মৃত বলে জানান।












