আনোয়ারা উপজেলা আ. লীগের বর্ধিত সভা

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:০০ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৮ম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল শনিবার বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মালেকের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সোলেমান, ভিপি জাফর উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, নোয়াব আলী, সুগ্রীব মজুমদার দোলন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, কলিম উদ্দিন, মাঈনুদ্দিন মনছুর, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, ধর্মীয় সম্পাদক হাফেজ আবুল হাসান কাশেম, চেয়ারম্যান জানে আলম, মো. ইয়াছিন হিরু, অসিম কুমার দেব প্রমুখ। সভায় আগামী ৪ নভেম্বর আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন, দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

পূর্ববর্তী নিবন্ধতথ্যমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধঅসহায় নারীর পাশে কিডনি রোগী কল্যাণ সংস্থা