আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ৯:৫৬ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা গত বুধবার উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ.মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ.মালেকের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুর রহমান চেয়ারম্যান। বক্তব্য রাখেন এসএম আলমগীর চৌধুরী, নোয়াব আলী,ফজলুল করিম চৌধুরী বাবুল, চেয়ারম্যান কলিম উদ্দীন, এম এ কাইয়ুম শাহ, অসীম কুমার দেব, আফতাব উদ্দীন চৌধুরী সোহেল, আবদুর রহিম, মাঈন উদ্দীন মনছুর, জসিম উদ্দীন আমজাদী, আজিজুল হক চৌধুরী বাবুল, মো.ইদ্রিস, নুরুচছফা মেম্বার, আবদুল জলিল। লেয়াকত আলী চৌধুরী,জাফর উদ্দীন চৌধুরী, আনোয়ার হোসেন, জসীম উদ্দীন চৌধুরী, হাফেজ আবুল হাসান কাশেম, সাহাব উদ্দীন, এয়াছিন হিরু, নজরুল আনচারী মুজিব,অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তী, অ্যাডভোকেট নুরুল হক, মাহফুজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য,আগামী ২৯ জুলাই আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে এসএম আলমগীর চৌধুরীকে আহ্‌বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন জাফর উদ্দীন চৌধুরী, মৃণাল কান্তি ধর,ফজলুল করিম চৌধুরী বাবুল, জানে আলম চেয়ারম্যান।

পূর্ববর্তী নিবন্ধশিনজো আবের প্রতি বিএনপির শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধরাউজানে পাহাড়তলী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি