আনোয়ারায় ২ আসামি গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৯:৩৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় গত সোমবার রাতে মধ্যম বারখাইন থেকে ২ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হল- মধ্যম বারখাইন এলাকার অলি আহমদের পুত্র আবুল মনসুর(৩৬) ও আশরাফ আলী (৪৫)। আানোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, গত সোমবার রাতে গোপনে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনুরুল ইসলাম আলকাদেরীর ওরশ আজ
পরবর্তী নিবন্ধসিএসইকে ইনভেস্টর’স ফোরামের স্মারকলিপি