আনোয়ারায় গত সোমবার রাতে মধ্যম বারখাইন থেকে ২ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হল- মধ্যম বারখাইন এলাকার অলি আহমদের পুত্র আবুল মনসুর(৩৬) ও আশরাফ আলী (৪৫)। আানোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, গত সোমবার রাতে গোপনে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়।