আনোয়ারায় বন্য হাতির আক্রমণে আবু বক্কর (৫৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। গত রোববার ভোর রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক মাহমুদউল্লাহ পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোররাতে এলাকায় দুইটি বন্য হাতি ঢুকে বাড়ির আঙ্গিনায় ভাংচুর চালালে ভয়ে ঘর থেকে বের হতেই আবু বক্কর হাতির আক্রমণের শিকার হয়ে মারাত্মকভাবে আহত হন। পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর এলাকায় হাতি আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় নুরুল আজিম জানান, হাতিগুলো ফিরে এসে আবারো তাণ্ডব চালাচ্ছে স্থানীয় বসতবাড়িতে। বাঁশখালী জলদী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ মুজিবুর জানান, হাতিগুলো আনোয়ারায় ফিরে যাওয়ার পর হাতিগুলোর জন্য গঠিত ৫০ সদস্যের ইআরটি টিম রাতে পাহারা দিচ্ছে।