আনোয়ারায় মাছের আড়তে অভিযান, ৬০ কেজি জাটকা জব্দ

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৩০ এপ্রিল, ২০২১ at ৮:৪৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় কালাবিবি দীঘির মোড়ে অবস্থিত এবিসি মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য অফিস এ অভিযান চালায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী জব্দকৃত মাছগুলো ৪টি এতিমখানায় দান করেন। অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য অফিসের জাহেদ আহমেদ ও মোহাম্মদ এনামুল হকসহ স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক জানান, মৎস্য অফিসের চলমান ভেজাল ও জাটকা বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে কালাবিবি দীঘি মোড় এলাকায় অভিযান পরিচালনাকালে এবিসি মৎস্য আড়তে বিক্রির সময় অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবলো পাথর বোঝাই বাল্কহেড