আনোয়ারায় ভূমি কর্মকর্তার গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৬:৩৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় আব্দুল্লাহ আল হারুন (৪৫) নামে এক সহকারী ভূমি কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার পর উপজেলার চাতরী ইউনিয়নের নিজ বাড়ি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ ওই ইউনিয়নের মৃত আবদুল কুদ্দুসের পুত্র। তিনি কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, আব্দুল্লাহ আল হারুনকে বুধবার সকালে নিজ ঘরের ২য় তলায় জানালার সাথে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি কর্ণফুলী উপজেলায় গত ১ মাস আগে যোগদান করেন। এর আগে বোয়ালখালী ও আনোয়ারায় ইউনিয়ন সহকারী কর্মকর্তা হিসেবে কর্তরত ছিলেন। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। তবে তার মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। রাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, দুপুর ১২টার সময় আবদুল্লাহকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, আমরা প্রাথমিক তদন্তে জানতে পারি, ‘নিহত আবদুল্লাহ আল হারুন নিজ ঘরে গলায় গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করে।’ খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার