আনোয়ারায় অনুকূলচন্দ্রের ১৩৫ তম জন্ম উৎসব উপলক্ষে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ধর্মসভার আয়োজন করা হয়েছে। গত শুক্রবার সৎসঙ্গ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে সদর ইউনিয়নের দক্ষিণ পাড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসব উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার ভৌমিকের সভাপতিত্বে ও সম্পাদক পলাশ বিশ্বাসের সঞ্চালনায় সম্মেলন ও ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব।
প্রধান বক্তা ছিলেন সৎসঙ্গ বাংলাদেশের সহ– সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার দেব। মুখ্য আলোচক ছিলেন সৎসঙ্গ চট্টগ্রাম বিহারের সভাপতি তিমির কান্তি সেন। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, ঐক্য পরিষদ আনোয়ারার সাধারণ সম্পাদক সাগর মিত্র, সাবেক প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাশ, দিবাকর দাশ মান্না, প্রিয় রঞ্জন দাশ, সুমন চৌধুরী, অঘোর কুমার সিংহ, সুমন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন দিবাকর দাশ। শুভেচছা বক্তব্য দেন অজয় চৌধুরী। বক্তব্য দেন পলাশ দত্ত, সুমন বৈদ্য, সঞ্জয় পাল, সুব্রত সিকদার, অনুপম দাশ, সুজন সর্দার ও পরিমল দত্ত। এর আগে সকালে বিশেষজ্ঞ চিকিৎসকেরা পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন। তাছাড়া অনুকূলচন্দ্রের ১৩৫তম জন্ম উৎসবের কর্মসূচি হিসেবে উষাকীর্ত্তন, নাম সংকীর্ত্তন, প্রবর্ত্তিত ছড়া গান, মাতৃসম্মেলন, সুরাঞ্জালীসহ বিশেষ অনুষ্ঠানের আযোজন করা হয়। ধর্মসভায় বিশ্বকল্যাণে সমবেত প্রার্থনা করা হয়।