আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারির মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১০:২৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ইমন (২০) নামে এক খামারির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর দুপুর সাড়ে ১২টায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের দক্ষিণ খুরুস্কুল গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত যুবক স্থানীয় মৃত মোহাম্মদ ইদ্রিসের পুত্র। জানা গেছে, গতকাল দুপুরে নিজ ঘরে বিদ্যুৎ না থাকা অবস্থায় ত্রুটিপূর্ণ বিদ্যুতের লাইনে কাজ করতে যান ইমন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধ২৪ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন নকশায় নির্মাণ হচ্ছে হচ্ছাঘাট সেতু
পরবর্তী নিবন্ধমসজিদের মাইক নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, খতিবের মৃত্যু