আনোয়ারায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

আনোয়ারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল বুধবার সকালে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রমজান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পশ্চিম বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে মধ্যম গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। আনোয়ারা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. বেলাল হোসেন, বরুমচড়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামশুল ইসলাম, আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কাদের, রঞ্জন ভট্টাচার্য,সানাউল্লাহ কাউছার, বিটন চন্দ্র দে, প্রধান শিক্ষক কে এম সরোয়ার হোসাইন,এ কে এম এরশাদ, রতন শীল,রুপন শীল, মো.মফিজ, ইউপি সদস্য সাইফুল ইসলাম খোকন,শহীদ আহমদ চৌধুরী, শামীম আহসান আহমেদ চৌধুরী, মো. শহীদ,মো.পারভেজ, আমিন ফারুক প্রমুুখ। খেলা পরিচালনা করেন আনোয়ারা ফুটবল একাডেমির সভাপতি মাস্টার এনামুল হক। ধারা বর্ণনা দেন চাঁন হরি মন্ডল ও রবিউল হোসেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

পূর্ববর্তী নিবন্ধর‌্যাঙ্কিংয়ে দুই ধাপ করে এগোলেন তামিম-লিটন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ইউনিয়ন পর্যায়ের খেলা সম্পন্ন