আনোয়ারায় সামাজিক ও মানবিক সংগঠন বখতিয়ার সোসাইটির নির্বাচন গত শনিবার সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পুলিশ ও সেনাবাহিনী নির্বাচন কার্যক্রম তদারকি করেন। পুলিশ ও সেনাবাহিনী সার্বক্ষণিক নির্বাচনী কার্যক্রমের সহযোগিতা করেছেন। শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো.ইলিয়াস সোবান সভাপতি নির্বাচিত হয়।