আনোয়ারায় নির্মাণাধীন গুদাম পরিদর্শনে খাদ্য উপদেষ্টা

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১৯ পূর্বাহ্ণ

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চট্টগ্রামের আনোয়ারা, সাতকানিয়া ও সন্দ্বীপে ৩টি খাদ্য গুদাম নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। আমি আশা করছি কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের নির্মাণ কাজ শেষ করবেন সংশ্লিষ্ট ঠিকাদার। কাজের গুণগত মানের ব্যাপারে কোনো ছাড় নয়। আনোয়ারায় ৫০০ মেট্রিক টন ধারণক্ষমতার খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে। আশা করি আগামী বছরের জুনের মধ্যে কাজ শেষ হবে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় আনোয়ারা উপজেলা সদরে নির্মাধীন ৫০০ মেট্রিক টন ধারণক্ষমতার খাদ্য গুদামের নির্মাণ কাজ পরিদর্শনকালে উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা বলেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের সাথে প্রকল্পের অগ্রগতির নানা দিক নিয়ে কথা বলেন। প্রকল্প সূত্রে জানা যায়, সারাদেশে ‘বিভিন্ন জেলায় নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ’ প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলায় আনোয়ারা, সাতকানিয়া ও সন্দ্বীপে ১ প্যাকেজে ১০ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৩২ টাকায় ৩টি খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে। পরিদর্শনকালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, আনোয়ারা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান্নাতুল আকসা প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাগছাস নেতাদের স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারির মধ্যে বন্দর শতভাগ ডিজিটালাইজেশন : চেয়ারম্যান