আনোয়ারায় নারী ও শিশুর উন্নয়ন বিষয়ক কর্মশালা

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৪ জুন, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় নারী ও শিশুর উন্নয়ন বিষয়ক এক ওরিয়েটেশন কর্মশালা গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। পটিয়া তথ্য অফিস আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পটিয়া তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাশ।
শিক্ষক এনামুল হকের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেঙের আবাসিক মেডিকেল অফিসার ডা. সালেহীন, আনোয়ারা তথ্য কর্মকর্তা রাবেয়া খাতুন, আনোয়ারা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা নুর ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে নারী ও শিশুর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসিত হয়েছে।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদে বলেন, বর্তমান সরকার শুধু নারী ও শিশুদের জন্য নয়, সারাদেশের সব শ্রেণির মানুষের সুরক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ৪,৬০০ পিস ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ওষুধ ও সুরক্ষা সামগ্রী বিতরণ