আনোয়ারায় পুলিশের অভিযানে মো. জামাল (৩৫) ও মো. পারভেজ (২৮) নামে দুই মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১১০ লিটার চোলাই মদ এবং ৪০০ লিটার মদ তৈরির তরল উপকরণ জব্দ করা হয়। গত শনিবার রাত ১২টায় উপজেলার বারশত ইউনিয়নের দক্ষিণ বারশত এলাকার মো. ইদ্রিছ আলীর পরিত্যক্ত বাড়িতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন, দক্ষিণ বারশত, ভোলাশাহ ফকিরের বাড়ির মো. জাগিরের পুত্র মো. জামাল (৩৫) ও মো. জানে আলমের পুত্র মো. পারভেজ (২৮)।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, গোপন সংবাদের খবরে পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার বারশত ইউনিয়নের দক্ষিণ বারশত এলাকার মো. ইদ্রিছ আলীর পরিত্যক্ত বাড়ি থেকে ১১০লিটার চোলাই মদ এবং ৪০০ লিটার মদ তৈরির তরল উপকরণ জব্দ করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১জন পলাতক রয়েছে।