আনোয়ারায় চবি শিক্ষকের বাড়িতে হামলা করে ওল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগ

শিক্ষক সমিতির নিন্দা

চবি প্রতিনিধি | বুধবার , ২১ জুন, ২০২৩ at ৪:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তারেক চৌধুরীর আনোয়ারার গ্রামের বাড়িতে হামলা ও পরে হয়রানিমূলক মিথ্যা মামলার অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পাশাপাশি এ ঘটনার সমাধান চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটি।

গতকাল মঙ্গলবার শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আব্দুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হস্তক্ষেপ চাওয়া হয়। এ সময় তারা চবি শিক্ষকের বাড়িতে হামলার পর তাকে ও তার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তারেক চৌধুরীর চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকার গ্রামের বাড়িতে গত ২৭ মে রাত ৮টার দিকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় দুষ্কৃতকারীরা তার বসতঘরের আসবাবপত্র ভাংচুর এবং মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণালংকার লুটপাট করে। তাদের হামলায় এসময় আহত হয় পরিবারের নারী ও শিশুসহ চার জন। ঘটনার সময় শিক্ষক মো. তারেক চৌধুরী চট্টগ্রাম শহরেই অবস্থান করছিলেন। হামলার তিন দিন পর গত ৩০ মে তিনি এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চরম উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে। এমতাবস্থায় মো. তারেক চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারসহ তার বাড়িতে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছে শিক্ষক সমিতি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি পুঁটি মাছের মতো লাফাচ্ছে
পরবর্তী নিবন্ধক্ষমতায় আওয়ামী লীগ থাকলে জনগণের ভোট হবে না : ফখরুল